লাইফস্টাইল

ঠোঁটের সাজের টুকিটাকি

ঠোঁট সাজাতে ভালোবাসেন অধিকাংশ নারীই। কিন্তু শুধু ঠোঁট সাজালেই তো হবে না, সাজের ক্ষেত্রে রাখতে হবে কড়া নজরদারি। বেখেয়ালিভাবে সাজালে ঠিকঠাকভাবে নাও সেজে উঠতে পারে আপনার ওষ্ঠযুগল। জেনে নিন ঠোঁট সাজানোর সময় লক্ষ্যনীয় বিষয়গুলো-১. গায়ের রঙ চাপা হলে হালকা শেডের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে।২. গায়ের রঙ হলদেটে হলে হালকা কমলা শেডের লিপস্টিক মানাবে।৩. গায়ের রঙ উজ্জ্বল হলে হালকা যে কোনো রঙ মানায়।৪. তবে রাতের অনুষ্ঠান হলে কপার রং, কোরাল, বাদামি রঙের লিপস্টিক মানাবে। তবে খুব বেশি যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।৫. যে রঙের লিপস্টিক লাগানো হচ্ছে তার চেয়ে খুব বেশি নয়, মাত্র এক শেড গাঢ় রঙের লিপলাইনার ব্যবহার করতে হবে।৬. ঠোঁটের মাঝ থেকে চারপাশের অংশে লাইনার ব্যবহার করতে হবে।৭. এরপর লাইনারে অাঁকা ঠোঁটের মাঝেই লাগাতে হবে হালকা রঙের লিপস্টিক।৮.  লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই মেয়াদ আছে কি না দেখে নিতে হবে।৯.  ব্যাগে সব সময় রাখা যেতে পারে লিপবাম, চ্যাপস্টিক অথবা ভ্যাসলিন। এতে কিছু সময় বাদেই ব্যবহার করা যায়।১০. লিপবাম, চ্যাপস্টিক অথবা লিপস্টিকে যেন এসপিএফ ১৫, ভিটামিন ই, অ্যালোভেরা ও গ্লিসারিন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।১১. প্রচুর পরিমাণে ভিটামিন সি-যুক্ত ফল খাওয়া উচিত।

Advertisement