ধর্ম

রমজানের তৃতীয় দিনের দোয়া

মানুষ আল্লাহ তাআলার নিকট করুণা ও দয়া প্রত্যাশী। আল্লাহর দয়া পেতে তাঁর প্রিয় বান্দারা কতই না কাকুতি-মিনতি করে। রমজানের তৃতীয় দিনে আল্লাহর ক্ষমা ও দয়া লাভের জন্য একটি দোয়া তুলে ধরা হলো-উচ্চারণ : আল্লাহুম্মার যুক্বনি ফিহিজ জাহনা ওয়াত তানবিহা; ওয়া বায়ি’দনি ফিহি মিনাস সাফাহাতি ওয়াত তামউইহি; ওয়াঝআ’ললি নাসিবাম মিন কুল্লি খাইরি তুনযিলু ফিহি; বিঝুদিকা ইয়া আঝওয়াদুল আঝওয়াদিন।অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে রাখ অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকে। এ দিনে যত ধরনের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার ওসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ এ দোয়াসহ নফল নামাজ এবং যাবতীয় অন্যায় কাজ থেকে মুক্ত থেকে তাঁর নিকট রোনাজারি করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement