ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকসহ তার প্রতিনিধি দলকে কোপেনহেগেন বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ। রোববার (৫ জুন) তাকে এ শুভেচ্ছা জানানো হয়।এতে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু, হাসনাত রুবেল, জাহিদুল হক কামরুল, সহ-সভাপতি নিজাম উদ্দিন, খোকন মজুমদার, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ শহীদ, নাসির উদ্দিন সরকার, নাসরু হক, কাজী আনোয়ার, যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, সাফিউল আলম সাফি, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।গ্লোবাল গ্রিন গ্রোথ ফোরাম -থ্রিজিএফ সম্মেলনে যোগদিতে এই মুহূর্তে আনিসুল হক ডেনমার্কে অবস্থান করছেন। বিশ্বের ৩৫টি দেশের ২৫০ জন প্রতিনিধি যোগদান করছেন।এ বছরের থ্রিজিএফ সামিট প্যারিসের জলবায়ু চুক্তি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চুক্তি অনুসরণ করে তিনটি বিষয়ে গুরুত্ব আরোপ করবে। এগুলো হলো এনার্জি সিস্টেমকে সবুজে রূপান্তর, শহরগুলোকে সবুজে ও প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার।বিএ
Advertisement