পাসপোর্ট করতে আবেদনপত্রে প্রত্যয়ন, চাকরির আবেদনপত্র জমা দেয়াসহ বিভিন্ন কাজে সার্টিফিকেট, মার্কশিটের ফটোকপি প্রত্যয়ন ও সত্যায়নের প্রয়োজন হয়। আজকাল প্রত্যয়ন ও সত্যায়ন করে নেয়ার বিষয়টি এক ধরনের হয়রানিই বলা যায়। কারণ কোথাও কোথাও এমন অফিসার রয়েছেন যারা এমন ভাব দেখান, যা কাম্য নয়। কেউবা মুখের ওপর বলে দেন, অপরিচিত লোকের ছবি, কাগজপত্র সত্যায়ন আর পাসপোর্টের আবেদনপত্রে প্রত্যয়ন করি না। এতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। সার্টিফিকেট, মার্কশিট এখন তো ইন্টারনেটে সার্চ দিলেই দেখা যায়। আর পাসপোর্টের আবেদনপত্রে প্রথম শ্রেণির কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রত্যয়নের প্রয়োজন তো দেখছি না। ন্যাশনাল আইডি কার্ড হলেই তো চলে। এ ছাড়া পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রয়োজন। সুতরাং প্রত্যয়ন-সত্যায়ন ইত্যাদি তুলে দেয়া হোক। লেখক: রূপনগর, ঢাকা।এসইউ/পিআর
Advertisement