চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে ছিনতাইয়ের ঘটনায় মো. আমির (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
গ্রেফতার আমির রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
আরও পড়ুন গলায় ছুরি ঠেকিয়ে বিকাশ এজেন্টের আড়াই লাখ টাকা ছিনতাই আতঙ্কের নাম ঢাকা-আরিচা মহাসড়কমঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া। তিনি বলেন, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে সিএনজিচালক নাসির উদ্দিন রাঙ্গুনিয়ার লিচু বাগান থেকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে চৌমুহনী এলাকায় ছিনতাইকারীরা ধারালো ছোরার ভয় দেখিয়ে নাসির উদ্দিনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ আমিরকে গ্রেফতার করে।
এমডিআইএইচ/ইএ/জিকেএস