জাতীয়

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের কারখানা স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এ সমঝোতা স্মারক সই হয়।

আরও পড়ুন ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’ উদ্বোধন  নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন  বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া: বিডা চেয়ারম্যান 

নিলোর্নের বাংলাদেশ ইউনিট ‘নিলোর্ন বাংলাদেশ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সমঝোতা স্মারকে সই করেন।

প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এমইউ/এমআরএম/জিকেএস