বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে, তা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে।
Advertisement
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি। তাদের পাশে রয়েছি।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ।
নির্বাচন প্রসঙ্গে বিজেপির চেয়ারম্যান বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রয়োজনীয় সংস্কারগুলো হবে। আর যেগুলো হবে না সেগুলো জনগণের নির্বাচিত সরকার করবে।’
Advertisement
পার্থ বলেন, সরকার কী কী সংস্কার করবে সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছুই নির্ভর করে। আগামীতে কেমন নির্বাচন হবে, প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য বিজেপি দল গোছাচ্ছে। বিজেপি আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী দল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজেপির ভোলা জেলার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান সোহেল, যুগ্ম-আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শান্ত ঘোষ প্রমুখ।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম
Advertisement