জাতীয়

চট্টগ্রামে ৩৬ যানবাহনকে ৬৫ হাজার টাকা জরিমানা বিআরটিএর

ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৬টি যানবাহনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। অভিযানে দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় একটি অ্যাম্বুলেন্সকে ডাম্পিং করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় এ অভিযান চলে।

বিআরটিএ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার পর চট্টগ্রামের দুই মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে নামে বিআরটিএ।

ফৌজদারহাটে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া। অভিযানে বিভিন্ন অপরাধে ২১টি যানবাহনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে একটি অ্যাম্বুলেন্সকে দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় ডাম্পিং করা হয়।

Advertisement

অন্যদিকে, মইজ্জ্যারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। এসময় তিনি বিভিন্ন অপরাধে ১৫টি যানবাহনকে ২৯ হাজার টাকা জরিমানা করেন।

এমডিআইএইচ/এমকেআর/জেআইএম