চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মো. জিহাদের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Advertisement
গত ২১ মার্চ খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ইফতার বিতরণ এবং ঈদ শুভেচ্ছা ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। নিহত জিহাদ খুলশী থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ মার্চ রাতে জিইসি মোড় এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম ও মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে জিহাদ, আনোয়ার এবং রমিজ নামে তিনজন আহত হয়। গুলিবিদ্ধ জিহাদ ও আনোয়ার শাহ আলমের অনুসারী এবং রমিজ ছাত্রদলের সদস্যসচিব তুহিনের অনুসারী হিসেবে পরিচিত।
খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ২১ মার্চ বিএনপির দুপক্ষের সংঘর্ষে জিহাদ গুলিবিদ্ধ হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার ১২ দিন পর, বৃহস্পতিবার ভোরে তিনি মারা গেছেন। সংঘর্ষের পরদিনই আহত একজনের পরিবার বাদী হয়ে মামলা করেছে। মামলার তদন্ত চলমান। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
Advertisement
এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম