দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

গাজীপুরে পণ্যবাহী লরি বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিকল হওয়া লরি সরিয়ে নেয়া হলেও বেলা ১২টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি। কোনাবাড়ির সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান জানান, সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় ঢাকাগামী টাইলস বোঝাই একটি লরির হাইড্রলিক ব্রেক হঠাৎ লক হয়ে গাড়িটি বিকল হয়ে পড়ে। এ সময় ওই মহাসড়কের একলেন দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকায়  জট সৃষ্টি হয়। পরে লক হওয়া হাইড্রোলিক ব্রেকটি ভেঙে সকাল সাড়ে ৮টার দিকে লরিটি রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়। এরপর গাড়ি  উভয় লেনে চলাচল শুরু করে। তবে দুপুর ১২টা পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি। ধীরগতিতে গাড়ি চলাচল করছে বলে জানা গেছে।                    আমিনুল ইসলাম/এসএস/এবিএস

Advertisement