তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত পার্বত্য খাগড়াছড়ির সীমান্ত শহর রামগড় পৌরসভা নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগকে টেক্কা দিয়ে কাজী মোহাম্মদ শাহজাহান (কাজী রিপন) দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন।কাজী রিপন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোবাইল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রামগড় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি পেয়েছেন ৪ হাজার ২৯৩ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাফেজ আহম্মেদ ভূইয়া ২ হাজার ৬১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রামগড় পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল আলম।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস
Advertisement