আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, সেহরি ও ইফতারের সময় সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হযেছে। বুধবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন রমজান উপলক্ষ্যে মাংসের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। গরু মাংস ৪০০ টাকা, মহিষ ৩৮০ টাকা, খাসি ৫০০টাকা, ছাগল ৫০০টাকা, ভেড়া ৪৫০ টাকা। নির্ধারিত এই দামের বেশি দামে কেউ মাংস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেবে সিসিক। এমন সতর্কতার কথা মতবিনিময় সভায় স্পষ্টভাবে ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সভায় আরো উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. রাজিক মিয়া, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী ম্যাজিস্ট্রেট শরিফুজজামান, এসএমপির এডিসি ফালগুনী পুরকায়স্থ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক ও পরিচালক মো. লায়েস উদ্দিন প্রমুখ।ছামির মাহমুদ/এআরএ/এমএস
Advertisement