ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রবল বর্ষণের কারণে বান্দরবান-রোয়াংছড়ি প্রধান সড়কে হানসামা খালের ওপর বিকল্প রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।শনিবার বিকেল ৩টার দিকে ভারী বর্ষণের কারণে বানের পানিতে রাস্তাটি তলিয়ে যায়। ফলে জেলা শহরের সঙ্গে সকল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।স্থানীয়রা জানায়, রাস্তা ভেঙে যাওয়ায় পর থেকে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। লোকজন বাঁশের ভেলায় করে যাতায়াত করছে। হানসামা পাড়া, ক্রাইক্ষ্যং পাড়াসহ পার্শবর্তী এলাকার লোকজনদের দুর্ভোগ চরমে উঠেছে।বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আশীষ মুখার্জী জানান, নতুন বেইলি ব্রিজ নির্মাণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।সৈকত দাশ/এমএএস/পিআর
Advertisement