ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
Advertisement
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য জানান।
প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
Advertisement
এর আগে সকালে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রোকনউদ্দিনের সঙ্গে চীন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতৃত্বে বিএনপির এবং সমমনা দলের একটি প্রতিনিধি দল চীন সফরে যাওয়ার কথা রয়েছে।
কেএইচ/জেএইচ/এমএস
Advertisement