জুলাই বিপ্লবে আহতদের সেবায় বিদেশি চক্ষুচিকিৎসক দল ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫
আহত ছাত্র-জনতার চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চোখের চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে।

শুক্রবার দিনগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন তারা।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, চিকিৎসকদল ১ ও ২ ফেব্রুয়ারি রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা চলবে।

সফরত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন। তারা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি ও অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউজে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।