উন্নত চিকিৎসার জন্য আহত আরও ২ জনকে সিঙ্গাপুর পাঠানো হলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

জুলাই আন্দোলনে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাদের সিঙ্গাপুরে পাঠানো হয়।

আজ সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্য তারা রওয়ানা দেন।

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য আহত আরও ২ জনকে সিঙ্গাপুর পাঠানো হলো

এর আগে চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সব মিলিয়ে এখন পর্যন্ত ২২ জন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গেলেন।

এসইউজে/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।