অ্যাসেনসিয়াল ড্রাগের নতুন এমডি সামাদ মৃধা
অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. সামাদ মৃধাকে এই পদে বসানো হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঔষধ প্রশাসন-১) উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবীরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪ -এর আওতায় অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ (৩) অনুচ্ছেদের আলোকে এবং ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. সামাদ মৃধাকে (পিতা মৃত মো. জৈনদ্দিন মৃধা, স্থায়ী ঠিকানা- আটরশি, সদরপুর, ফরিদপুর) অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্ধারিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ (১ জানুয়ারি) থেকে পরবর্তী ২ বছরের জন্য এ নিয়োগ বলবৎ থাকবে। এমনকি যোগদানপত্রের সঙ্গে প্রার্থীকে ঢাকার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে।
সামাদ মৃধা ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে ২ অক্টোবর নানান অনিয়ম-দুর্নীতির বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির এমডির পদ ছাড়েন এহসানুল কবির। এর পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দেয়।
এএএম/কেএসআর