বারডেমকে গবেষণা-শিক্ষায় সহযোগিতা করবে বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

বারডেম জেনারেল হাসপাতালের শিক্ষার্থীদের উচ্চতর মেডিকেল শিক্ষা, একাডেমিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার (১৮ ডিসেম্বর) বিএসএমএমইউ উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে বারডেম একাডেমি ও বারডেম টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসকদের সৌজন্য সাক্ষাতে এ বিষয় উঠে আসে।

এসময় উভয় প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, বারডেমে নতুন কোর্স চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বারডেমের শিক্ষার্থীদের সরকারিভাবে ভাতা প্রাপ্তির বিষয়, উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় গবেষণা কার্যক্রম আরও জোরদার করা, বারডেম একাডেমিতে এমডি, এমএস পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ বারডেম একাডেমি ও বারডেম টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অবস অ্যান্ড গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামসাদ জাহান, এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ফিরোজ আমীন, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াসম মো. মহসিনুল হক, বারডেম টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. গোলাম আজম, এন্ডোক্রাইনোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ফারিহা আফসানা, বারডেম একাডেমির সিনিয়র অফিস সেক্রেটারি জনাব মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।