আলোচনার আশ্বাসে আন্দোলন স্থগিত ফিজিওথেরাপিস্টদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২৪
বিভিন্ন দাবিতে অনশন কর্মসূচি পালন করেন ফিজিওথেরাপিস্টরা

 

বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন ও সব সরকারি হাসপাতালে প্রথম শ্রেণির পদে নিয়োগের দাবিতে সারাদিন অনশন কর্মসূচি করে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ। তবে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনার আশ্বাসে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছিলেন ফিজিওথেরাপিস্টরা। পরে তা স্থগিত করা হয়।

আন্দোলনকারী শীক্ষার্থীরা জানান, সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের ব্যানারে আমরণ অনশন কর্মসূচি শুক্রবার এবং শনিবার স্থগিত করা হয়েছে।

তারা জানান, আজ আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। এতে সিদ্ধান্ত হয় আগামী রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে আলোচনা হবে। এরপর আমাদের সব দাবির বিষয়ে তথ্যসহ তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সঙ্গে কবে সাক্ষাৎ করবেন সেটির সিদ্ধান্ত তারা জানিয়ে দেবেন।

এএএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।