দায়িত্ব নিলো এসএনবির নতুন কমিটি
দায়িত্ব গ্রহণ করেছেন সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের (এসএনবি) নতুন কমিটির নেতারা।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে নতুন কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ দায়িত্ব গ্রহণ করেন তারা।
এসএনবির কনভেনর অধ্যাপক এম এ হান্নানের সভাপতিত্বে আগামী দিনগুলোতে সংগঠনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সদস্যসচিব ডা. নাজমুল হুদা বিপ্লব। এসময় তরুণ নিউরোলজিস্টদের প্রশিক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি নিউরোলজি চিকিৎসা জনগণের মধ্যে সহজলভ্য করার জন্য কাজ করার আলোচনাও হয়।
নিউরোলজিস্টদের সুপারনিউমারারি পদে পদোন্নতির জন্য স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আব্দুল আলীম, ডা. মাহমুদুল ইসলাম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. মো. মাসুদ রানা, ডা. শেখ আবুল ফজল, অধ্যাপক ডা. নুরউদ্দীন মোহাম্মদ ইউসুফ, ডা. শেখ মাহবুব আলম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. শামীম রশীদ, ডা. মো. রুহুল কুদ্দুস, ডা. রফিকুল ইসলাম, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. রোকনুজ্জামান, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. শাহাদাত হোসাইন এবং ডা. আফতাব রাসেল ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবীর।
এএএম/এমএইচআর/জিকেএস