রেড ক্রিসেন্ট হাসপাতালের দেনার পরিমাণ প্রায় ৯৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

রেড ক্রিসেন্ট হাসপাতালের দেনার পরিমাণ প্রায় ৯৭ কোটি টাকা বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, এই রেড ক্রিসেন্ট হাসপাতাল আমাদের গর্বের বিষয় ছিল। এটি একটি স্বনামধন্য হাসপাতাল ছিল। তবে আগের মতো সেবা এই হাসপাতালে দেওয়া সম্ভব হচ্ছে না। এই দেনা কীভাবে পরিশোধ করা যায় তা নিয়ে ভাবছি। তবে মেডিকেল কলেজ ভালো চলছে। আমরা আরও এদিকে নজর দেওয়ার চেষ্টা করতে বলেছি।

সোমবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট আর্থ-সামাজিক সংকট ও সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বিগত সাত বছর ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে। এই আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার থেকে বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আর্থিক অনুদানসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সময়কালে যেসব দুর্নীতিবাজ লোকের নিয়োগ হয়েছে এবং যাদের দ্বারা দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা দুটা বোর্ড গঠন করেছি। তাদের অভিযোগ খতিয়ে দেখবো। তাদের রিপোর্টের পর আমরা তা পর্যালোচনা করে ব্যবস্থা নেবো।

এএএম/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।