আন্দোলনে গুলিবিদ্ধ লুৎফর রহমান কাশেমীকে নেওয়া হলো থাইল্যান্ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত মোহাম্মদ লুৎফর রহমান কাশেমীকে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে গমন করেন।

প্রাথমিক রিপোর্ট দেখে ভেজথানি হাসপাতালের মন্তব্য হচ্ছে, রোগীর মেরুদণ্ডের আঘাতের ধরন নির্ণয় করা হয়েছে। থেরাপির মাধ্যমে শরীরের পেশি শক্তিশালী করাই চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হবে।

এছাড়া চিকিৎসায় ফিজিওথেরাপিসহ পিঠের এবং নিচের পিঠের জন্য পেশি স্ট্রেচিং, কোর শক্তিশালীকরণ এবং ব্যথা কমানোর বিভিন্ন পদ্ধতি যেমন ম্যাসেজ, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, হট প্যাক, শকওয়েভ বা লেজার থেরাপির মতো কৌশল ব্যবহার করা হবে।

এছাড়া ঘাড়ের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড এবং হিট থেরাপি, লেজার থেরাপি, ঘাড়, পিঠ এবং কোর শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যথা কমাতে হাইড্রোথেরাপি ব্যবহার করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এমইউ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।