স্বাস্থ্য অধিদপ্তরে আজও এনডিএফ-ড্যাবের পাল্টাপাল্টি অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২২ অক্টোবর ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যদের নিয়োগ ঘিরে অস্থির স্বাস্থ্যখাত। আজ মঙ্গলবারও (২২ অক্টোবর) তৃতীয় দিনের মতো অধিদপ্তরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

এদিন সকালে ডা. আবু হানিফসহ অন্যদের নিয়োগ বাতিল ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ড্যাব। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্তার শিকারও হতে হয় সাংবাদিকদের। অন্যদিকে রোববার চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে অবস্থান নিয়েছে এনডিএফ।

এদিন দুপুর পৌনে ১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন এনডিএফ সদস্যরা। এ সময় এনডিএফ নেতৃবৃন্দ চিকিৎসকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন

তারা বলেন, বহিরাগত সন্ত্রাসীরা চিকিৎসকদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে। তারা চিকিৎসকদের রক্তাক্ত করেছে। এটি কখনো কাম্য নয়। একজন নিউরোসার্জনের ওপর বর্বরোচিত হামলার বিচার হতে হবে।

এনডিএফ নেতৃবৃন্দ বলেন, যারা পরিচালককে (প্রশাসন) ফ্যাসিবাদের দোসর আখ্যা দিচ্ছে, তারা অনেকেই বিভিন্ন সময় ফ্যাসিবাদী খুনি হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা নিজেরাই ফ্যাসিবাদের দোসর। তাদের এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) এনডিএফের কর্মসূচিতে বাধা দেন ড্যাবের সদস্যরা। এ সময় বহিরাগতদের দিয়ে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসাইনসহ তিনজন আহত হন।

এএএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।