ফার্মাসিস্টস ফোরামের সভাপতি আজিবুর, সম্পাদক তানভীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ২০ অক্টোবর ২০২৪

বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিত করতে এবং হসপিটাল ফার্মেসি চালুর প্রত্যয় নিয়ে দেশের ফার্মাসিস্টদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের পূর্ণাঙ্গ নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

কমিটিতে মো. আজিবুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোন দেওয়া হয়েছে।

সম্প্রতি ধানমন্ডির কলাবাগানস্থ পানসি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম এবং হারুন অর রশিদ উপদেষ্টা নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত নেতারা হলেন সভাপতি. মো. আজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এস, এম, আনোয়ার মজিদ তারেক। সহ-সভাপতি মো. জাকারিয়া ফারুকী, মেহেদী হাসান, কামরুজ্জামান, এ, কে, আজাদ, সোহেল বিন আজাদ।

সাধারণ-সম্পাদক হলেন, মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন শারমিন আফরোজ, কামরুজ্জামান খোকন, রেজওয়ানুল হক, জহির রায়হান। অর্থ-সম্পাদক হলেন, আবুল ফজল। সাংগঠনিক সম্পাদক, আরমান হোসেন শুভ। সহ-সাংগঠনিক সম্পাদক মোকছিদুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, জলাল উদ্দিন রাকিব, মো. মাহমুদুর রহমান সাদ, সাহেদ ভূইয়া।

নতুন কমিটির প্রচার সম্পাদক হলেন মমিনুল ইসলাম (নির্ঝর)। সহ-প্রচার সম্পাদক সাইমুম ইসলাম। সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মো: নাজিম উদ্দীন।

jagonews24

সংস্কৃতি বিষয়ক সম্পাদক হলেন শিফাত উল্লাহ্ নিহাল, জয়া সাহা, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহবুব রহমান তালুকদার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মামুন গাজী, দপ্তর সম্পাদক এহসান আহমেদ জুয়েল, আশরাফুল রহমান ভূঁইয়া, ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, তৌহিদুল ইসলাম। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক তাজিয়া ইসলাম নিশা ও শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. নুরুল ইসলাম নাহিদ, মো. সাদ্দাম হোসেন

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হলেন, মোহাম্মদ আরিফ খান, ইসমাইল হোসেন, এ কে এম ফয়জুল ইসলাম, ফয়সাল তারিক তনময়, ওয়াছেল আলম, আইয়ুবালী, মোহাইমিনুল ইসলাম, মো. পারভেজ আলম, আহসান হাবিব, সালেহ সামির, ইত্তেহাদ খোন্দকার, দিপংকর অধিকারী, ফিরোজুর রহমান, মেজবাহ উদ্দিন সাব্বির, তামিম খান, ঋষিকেশ দাশ, রাহিম সরকার।

এএএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।