পঞ্চম শ্রেণিতে মানসিক স্বাস্থ্যের অধ্যায় সংযোগের প্রস্তাবনা
মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও ধারণা দিতে পঞ্চম শ্রেণিতে মানসিক স্বাস্থ্যের ওপর একটি অধ্যায় সংযোজনের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল মোত্তালিব বলেন, ‘মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ধারণা দিতে ক্লাস ফাইভে মানসিক স্বাস্থ্যের ওপর একটি অধ্যায় সংযোজনের প্রস্তাব করছি। তাহলে ক্রমবর্ধমান এ সমস্যা কার্যকর সমাধানে আশানুরূপ ফল আসবে।’
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘জুলাই ম্যাসাকর: মেন্টাল হেলথ ইমপ্যাক্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর সাইক্রিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শামসুল আহসান মাকসুদ। তিনি প্রবন্ধে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সভায় জানানো হয়, প্রায় ৬০ শতাংশ মানুষ কাজে ব্যস্ত। তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ঘটাতে না পারলে প্রকৃত উন্নয়ন অসম্ভব।
অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির সভাপতি ডা. আব্দুল ওয়াহাব মিনার বলেন, ‘রাজনীতিতে মতভিন্নতা থাকবেই, এটাই রাজনীতির ভূষণ। কিন্তু পতিত স্বৈরাচার এই পথ রুদ্ধ করে দিয়েছিল।’
৩ আগস্টের শান্তি সমাবেশে যোগ দেওয়া চিকিৎসকদের সমালোচনা করে তিনি বলেন, ‘অন্যায় জানার পর সেখানে না যাওয়া উচিত ছিল। তারা যদি ভুল স্বীকার করেন, তাহলে ক্ষমা পাবেন। অন্যথায় বিচারের মুখোমুখি হবেন।’
এএএম/এমআরএম