সর্বস্তরের চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. সজিব কাজীকে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী সমাজ’।

বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সর্বস্তরের চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থী সমাজ প্রতিনিধি ডা. মো. আব্দুল আহাদ এই বিজ্ঞপ্তি পাঠান।

প্রতিবাদ বার্তায় বলা হয়, ‘কক্সবাজার মেডিকেলে এক চিকিৎসকের ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনার খবরে আমরা গভীরভাবে মর্মাহত, বাকরুদ্ধ এবং ক্ষুব্ধ। চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।’

এতে আরও বলা হয়, ‘আমরা, চিকিৎসক সমাজ, সবসময় ধৈর্য্য এবং মানবতার পরিচয় দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি এবং প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করেছি। কিন্তু একের পর এক চিকিৎসকদের ওপর এমন বর্বর হামলা যদি অব্যাহত থাকে, তবে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

এর আগে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নিশ্চিত করা হয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ অনুযায়ী হাসপাতালগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আমরা এখনো কার্যকর কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। কক্সবাজারে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি সেটিরই উদাহরণ।’

আরও বলা হয়, ‘নিরাপত্তা ছাড়া চিকিৎসকদের পক্ষে এভাবে কাজ করা অসম্ভব। যদি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা সারাদেশের চিকিৎসক এবং শিক্ষার্থীরা দেশের সব জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

এর আগে, মঙ্গলবার রাতে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডা. সজিব সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হলে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এএএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।