ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গতকালই (শনিবার) তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত করেছেন এবং রাতে প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলার তথ্য মেলেনি।

এ টি এম সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তে ছাত্রদের দ্বারা চিকিৎসকদের নাজেহাল করার বিষয়টি উঠে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার সুপারিশ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

এএএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।