বিএসএমএমইউ’র উপ-উপাচার্য হলেন অধ্যাপক শাহিনুল আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।

রোববার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলমকে বর্ণিত শর্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (একাডেমিক) শূন্যপদে নিয়োগ করা হলো।

যে পাঁচ শর্তে নিয়োগ

>> উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে চার বছর।

>> উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

>> তিনি বিধি অনুযায়ী উপ-উপাচার্য (একাডেমিক) পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

>> উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(২) ধারা অনুযায়ী তিনি দায়িত্বাবলী পালন করবেন; এবং

>> রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।