পদত্যাগ করে অবসরের আবেদন স্বাস্থ্যের এডিজির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৫ আগস্ট ২০২৪
অধ্যাপক ডা. আহমেদুল কবীর

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, আমি গত ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি ১৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চাকরিতে প্রথম যোগদান করি। বর্তমানে আমার চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় পারিবারিক কারণে আমি ২২ আগস্ট ২০২৪ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে ইচ্ছুক।

আরও পড়ুন

এর আগে গত ২২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আহমেদুল কবীরকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে আইপিএইচের পরিচালক পদে বদলি করা হয়।

এএএম/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।