বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৪ আগস্ট ২০২৪

চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের জন্য একদিনের বেতন দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনস্ত কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার বন্যাপীড়িত মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ও এর অধীনস্থ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এএএম/এমআইএইচএস/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।