ছাত্র আন্দোলন

আহতদের ঢাকার ১৩ হাসপাতালে ভর্তির অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২১ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবককে হাসপাতালে নেওয়া হচ্ছে/ ছবি- জাগো নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে সারাদেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে ঢাকায় যারা আহত হয়েছেন তাদের রাজধানীর ১৩ হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

রাজধানীর যেসব হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ভর্তির অনুরোধ করা হয়েছে সেগুলো হলো-

আরও পড়ুন

১. ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
২. সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)
৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৪. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ/পিজি হাসপাতাল)
৫. মুগদা জেনারেল হাসপাতাল
৬. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল
৭. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৮. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)
৯. জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
১০. জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট
১১. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
১২. জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং
১৩. জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল

এএএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।