ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সর্বাধুনিক মাইক্রোপট স্টেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ এএম, ০১ জুলাই ২০২৪

হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত আন্তর্জাতিক বায়োমেডিকেল সংস্থা মাইক্রোপটের ফায়ারহক লিবার্টি স্টেন্টের উদ্বোধন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

রোববার (৩০ জুন) মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার পরবর্তীতে এই স্টেন্টের উদ্বোধন করা হয়।

কর্মশালায় বিশ্বের নেতৃত্বস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাও-লিয়াং চ্যানের উপস্থিত ছিলেন। সেখানে তিনি গবেষণালব্ধ বিভিন্ন প্রযুক্তির ওপর বক্তব্য দেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া সেমিনারে আরও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞগণ। কর্মশালাটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। তিনি হৃদপিন্ডেন রক্তনালীর জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ পদ্ধতির উদ্ভাবক।

এ ধরনের কর্মশালা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে এবং এতে রোগীরা উপকৃত হবেন বলে মনে করে প্রতিষ্ঠানটি।

এএএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।