নার্সনেত্রী ইসমত আরা পারভীনকে কক্সবাজারে বদলি


প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদ সভাপতি ও বর্তমানে মহাখালী কলেজ অব নার্সিং এর প্রভাষক (নিজ বেতনে) বেগম ইসমত আরা পারভীনকে সিনিয়র স্টাফ নার্স পদে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

২১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় তিনদিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ হবে।

জানা গেছে, তিনদিন আগে বদলির আদেশ হলেও ইসমত আরা পারভীন আজই (রোববার) বদলির বিষয়ে জানতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে ঐক্য পরিষদের একাধিক নেতা জাগো নিউজকে বলেন, পিএসসি ঘোষিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত বাংলাদেশ ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালনসহ স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার অপরাধে তাকে বদলি ও কাজে যোগদান না করায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

উল্লেখ্য, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ডিপ্লোমা ও বেসিক গ্রাজুয়েট বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

এরই মাঝে বদলি হলেন নার্সনেত্রী ইসমত আরা পারভীন।

এমইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।