ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিটের দাম কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৭ জুন ২০২৪

দেশে কিডনি রোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা প্রায় তিন কোটি ৮০ লাখ। সব রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হয় না। তবে এবারের প্রস্তাবিত বাজেটে ডায়ালাইসিসের জন্য প্রয়োজনীয় ফিল্টার, স্পাইনাল নিডল ও সার্কিটের শুল্ক হার কমানোর প্রস্তাব হয়েছে। ফলে এ পণ্যগুলোর দাম কমতে পারে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন

তিনি বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত হয় এমন দুটি অত্যাবশ্যকীয় উপকরণ হলো ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট। এ পণ্য দুটির আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।

মন্ত্রী বলেন, স্পাইনাল নিডল পণ্যটির সুনির্দিষ্ট কোনো এইচএস কোড (H.S. Code) না থাকায় আমদানি পর্যায়ে শুল্কায়নে জটিলতা দেখা যাচ্ছে। তাই পণ্যটির নতুন কোড সৃষ্টি করে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করছি।

এএএম/বিএ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।