বাজেট ২০২৪-২৫

ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষায় খরচ কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ জুন ২০২৪

দেশে প্রতিবছরই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিচ্ছে। সারাবছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও বর্ষা মৌসুমে অনেক বেড়ে যায়। এসময় ডেঙ্গু শনাক্তের জন্য প্রয়োজন হয় কিটের। এবারের বাজেটে এই কিট আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে।

ডেঙ্গু শনাক্তকরণ ব্যয় কমানো ও সহলভ্য করার উদ্দেশ্যে কিট আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হতে পারে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে। এতে করে ডেঙ্গু কিটের খরচ কমলে পরীক্ষায়ও খরচ কমতে পারে।

আরও পড়ুন:

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ বিষয়ে ঘোষণা থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত কয়েক বছর ধরে দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি এবং পরিস্থিতি প্রতিবছরই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের জন্য এর আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যা ২০১৯ সালে বাতিল হয়ে যায়।

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে রেয়াতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানির লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব দেওয়া হতে পারে।

এএএম/এসএনআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।