বাজেটে কমতে পারে ডায়ালাইসিসের খরচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৫ জুন ২০২৪

দেশে কোনো না কোনো কিডনি রোগে ভুগছে এমন মানুষের অনুমিত সংখ্যা ৩ কোটি ৮০ লাখ। সব রোগীদের ডায়ালাইসিসের প্রয়োজন হয় না। তবে যারা ডায়ালাইসিস নেন বাজেটে তাদের জন্য সুখবর আসছে।

ডায়ালাইসিসে ব্যবহৃত দুটি অত্যাবশকীয় পণ্য ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক কমানো হতে পারে। এতে খরচ কমবে ডায়ালাইসিসের।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ বিষয়ে ঘোষণা থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমানে ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক ১০ শতাংশ রয়েছে, যা ১ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হতে পারে এ বাজেটে।

এনএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।