চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে ভুয়া পরীক্ষার্থী, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৪ মে ২০২৪

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় মো. আব্দুর রউফ মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শুক্রবার (৩ মে) সকালে ওমরগণি এমইএস কলেজ কেন্দ্র থেকে গ্রেফতার করা হয় তাকে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষার সময় মো. আব্দুর রউফ মিয়া নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এএজেড/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।