ভ্যাকসিন প্রস্তুতের কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ২৫ এপ্রিল ২০২৪

ভ্যাকসিন প্রস্তুতের কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২৪ এপ্রিল) কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য জাহিদ মালেক, সৈয়দা জাকিয়া নূর, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আব্দুল আজিজ, মো. তৌহিদুজ্জামান, মো. হামিদুল হক খন্দকার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বৈঠকে যোগদান করেন।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম কমিটিতে উপস্থাপন করা হয় ও সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে গোপালগঞ্জ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লি. প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করতে তাগিদ দেওয়া হয়। এছাড়াও এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লি. কর্তৃক ভ্যাকসিন প্রস্তুত এর কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএইচআর/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।