রোগ নির্ণয়ে নিউরো সায়েন্স-ল্যাবরেটরি মেডিসিনের মধ্যে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

এখন থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের রোগীদের রোগ নির্ণয় করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (এনআইএলএমআরসি)।

এ লক্ষ্যে বুধবার (২৪ জানুয়ারি) প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে আয়োজিত সমঝোতায় সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। এনআইএলএমআরসির সমঝোতায় সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. শাহেদ আলী জিন্নাহ।

এসময় এনআইএলএমআরসির উপ-পরিচালক অধ্যাপক ডা. নাজমুন নাহারসহ ভাইরোলজি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে এনআইএলএমআরসি।

এএএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।