এমবিবিএস ভর্তি: বিদেশি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ও আবেদন নিয়ে বিস্তারিত জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত ৪ জানুয়ারি থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য মোট ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। এর মধ্যে সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ১১৭টি আসন, সার্কের বাইরের দেশগুলোর জন্য ৯৯টি এবং বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষণ করা হয়েছে মোট ৫টি আসন।
এছাড়া দেশের মোট ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ৪৫ শতাংশ হিসাবে ২ হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। তবে এসব আসনে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি না হলে সুযোগ পাবেন দেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের বাইরের শিক্ষার্থীরা দেশের মেডিকেল কলেজগুলোতে আবেদনের পর দেশীয় সংস্থাগুলো তাদের আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে ভর্তির সুযোগ দিয়ে থাকে।
অধিদপ্তরের তথ্য বলছে, দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি। বেসরকারি মেডিকেল কলেজের এসব আসনে দেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে (দরিদ্র কোটাসহ) ৩ হাজার ৬৫৭টি আসন। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা ধরে আসন রয়েছে ২ হাজার ৫৫১টি।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। মেডিকেল কলেজে ভর্তিতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন তথা মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে তিনবার। এ ছাড়া শিক্ষার্থীরা তাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন সরকারি ও বেসরকারি কলেজগুলোকে।
একই নিয়ম অনুসরণ করা হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে। আর বেসরকারি মেডিকেল ভর্তিতে বিগত বছরের মতো এবারও অটোমেশন প্রক্রিয়া অনুসরণ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এএএম/কেএসআর