মেট্রোরেলের শাহবাগ স্টেশন চালু হওয়ায় বিএসএমএমইউতে আনন্দ র্যালি
শাহবাগে মেট্রোরেলের নতুন স্টেশন চালু হওয়ায় আনন্দ র্যালি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মেট্রোরেলের বহুল কাঙ্খিত কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু করা হয়েছে রোববার। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হলো।
এসময় শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আমরা মেট্রোরেল পেয়েছি। পদ্মা সেতুতে রেল সংযোগ, নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট পেয়েছি। এরকম অসংখ্য বিস্ময়কর সাফল্য ও অর্জন রয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
তিনি আরও বলেন, বিএসএমএমইউতে দৈনিক রোগীর সংখ্যা ৭ থেকে ৮ হাজার। পদ্মা সেতু হওয়ায় বর্তমানে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ থেকে ৯ হাজারে। বর্তমানে শাহবাগ স্টেশন চালু হওয়ায় দৈনিক রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। বাড়তি রোগীদের যথাযথ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনেকে শাহবাগ স্টেশন থেকে টিকেট কিনে মেট্রোরেলে ভ্রমণ করেন।
আনন্দ র্যালিতে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএএম/এসআইটি/জিকেএস