৯ জানুয়ারি থেকে এক মাস মেডিকেল ভর্তি কোচিং বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

ভর্তি পরীক্ষার কারণে মেডিকেল ভর্তি কোচিং ৯ জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন>> মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমার শেষ তারিখ ২৪ জানুয়ারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ থাকবে। এক মাস আগে থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ হবে। ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ করার নোটিশ আমরা দিয়ে দেবো।’

আরএমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।