বিএসএমএমইউতে পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হলেন ৩০ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

একসঙ্গে ৩০ চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্তর নিবন্ধনপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) শহীদ ডা. মিল্টন হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিএইচডি এনরোলমেন্টদের হাতে এ নিবন্ধনপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, ক্লিনিক্যাল পেশার মানুষ সাধারণত এ পিএইচডি গবেষণায় আসতে চায় না। রোগ নির্ণয় ও রোগ-প্রতিরোধে গবেষণার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন গবেষণাবান্ধব। গবেষণার পরিবেশ তৈরি করার জন্য নিরলস আমরা কাজ করছি। ক্লিনিক্যাল গবেষণায় চিকিৎসকদের উৎসাহ দেওয়ার জন্য আমরা নানা উদ্যোগ নিয়েছি। যেসব শিক্ষকের পিএইচডি ডিগ্রি থাকবে তাদের অন্তত বছরে একটি বেশি ইনসেনটিভ দেওয়া যায় কি না সেজন্য আমরা আলাপ-আলোচনা করছি। গবেষণায় উৎসাহী করতে সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মাসুদা বেগ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক দেবব্রত বনিক, বেসিক সাইন্স অ্যান্ড প্যারাক্লিনিক অনুষেদর ডিন অধ্যাপক শিরিন তরপদার, প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক আতিকুল হকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০২২ সাল পর্যন্ত মাত্র দুইজন চিকিৎসকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। কিন্তু বর্তমান প্রশাসন চিকিৎসকদের গবেষণায় আগ্রহী করার উদ্যোগের ফলে প্রথম ধাপে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২৪ চিকিৎসককে পিএইচডি প্রোগ্রামে এনরোলমেন্ট করা হয়। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৩০ জন চিকিৎসক গবেষককে পিইএচডি প্রোগ্রামে এনরোলমেন্ট দেওযা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সম্পৃক্ত গবেষণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এএএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।