জ্বর আসার ৩ দিনের মধ্যে ডেঙ্গু টেস্টের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

অনেক সময় অসুস্থ ডেঙ্গু আক্রান্ত রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হলেও ডেঙ্গু নেগেটিভ আসে। এতে ডেঙ্গু হয়নি এমনটা ভেবেই বাসায় সাধারণ জ্বরের মতোই চিকিৎসা চালিয়ে যায় রোগীরা। এরপর পরিস্থিতি খারাপ হলে হাসপাতালে আসে ডেঙ্গু রোগীরা। এসময় জটিলতায় চিকিৎসকরাও কিছু করতে পারেন না। তাই জ্বর আসার এক থেকে তিন দিনের মধ্যেই ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে তার ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন পরামর্শ দেন।

jagonews24

স্বাস্থ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে জানান, সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা বাড়ছে। এ ভুল রিপোর্ট (নেগেটিভ) পেয়ে রোগী বাসায় থাকছে এবং চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না। যে কারণে বাড়ছে শারীরিক জটিলতা।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে যে কোনো জটিলতা এড়াতে জ্বর হওয়ার এক থেকে তিন দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এ পরামর্শ দিয়েছেন।

এএএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।