ডেঙ্গুতে মৃত্যুর ৬৪ শতাংশই শক সিনড্রোমে: ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ পিএম, ৩১ আগস্ট ২০২৩
ফাইল ছবি

দেশে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৬ জনের। এদের মাঝে ৬৪ শতাংশ রোগীরই মৃত্যু হয়েছে শক সিনড্রোমে। এই শক সিনড্রোমে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা সিটি করপোরেশনের বাইরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। প্রতিবেদনটি করা হয় বাংলাদেশের ডেঙ্গুর সার্বিক অবস্থা নিয়ে।

আরও পড়ুন: কোন কোন উপসর্গ দেখলেই ডেঙ্গু টেস্ট করা জরুরি?

এতে বলা হয়, ৬৪ শতাংশ মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিনড্রোম। এছাড়া মৃত্যুর অন্যান্য কারণের মধ্যে রয়েছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে ২৩ শতাংশ, হেমোরোজিক ফিবারে ৯ শতাংশ ও ডেঙ্গুতে আক্রান্ত কোমরবিডিটি রোগী ৪ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা সিটির বাইরে ডেঙ্গু শক সিনড্রোমে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। অর্থাৎ ঢাকার বাইরে ৭৩ শতাংশ মৃত্যুই হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে। অন্যদিকে ঢাকায় শক সিনড্রোমে মৃত্যু হয়েছে ৬৩ শতাংশের।

এএএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।