অবশেষে নিয়োগ পেলেন ৮৮৯ মেডিকেল টেকনোলজিস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৩ জুলাই ২০২৩

২০২০ সালের ১২ ডিসেম্বর মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন বছর পর ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৮৮৯ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কবে?

এতে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে মেডিকেল টেকনিশয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো। যোগদানের তারিখ ও অন্যান্য নির্দেশাবলি অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য ও সনদ যে কোনো পর্যায়ে ভুল বা জাল প্রমাণিত হলে অথবা তার বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে নিয়োগ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এএএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।