চট্টগ্রামে একদিনে রেকর্ড ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৯ জুলাই ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৭ জন বেশি। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ জনে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৪৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন>> কুড়িগ্রামে ডেঙ্গু আতঙ্ক, ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে চার রোগী

এদিকে একদিনে আক্রান্ত ১১৮ জনের মধ্যে মধ্যে ৬৪ জনের সরকারি হাসপাতালে এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১১ জন।

ইকবাল হোসেন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।