পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক

ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান করে আবারো অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ এএম, ১৭ জুলাই ২০২৩

দীর্ঘদিন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের। তবে তা প্রত্যাখ্যান করেছে এ চিকিৎসকরা। কাল থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

রোববার (১৬ জুলাই) ৫০ হাজার টাকা ভাতা করার দাবিতে আন্দোলনের পরিবর্তে ২৫ হাজার টাকা ভাতা করার ঘোষণা প্রত্যাখ্যান করে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের পক্ষে এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, আজ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত লাঠিচার্জ এবং নারী চিকিৎসকের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ভাতা ২০ হাজার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার করার হাস্যকর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি আমরা।

এতে আরও বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে শাহবাগে আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে।

এএএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।