ডেঙ্গু চিকিৎসায় বাড়তি খরচ

বেসরকারি হাসপাতালগুলোকে সতর্ক করলেন স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৬ জুলাই ২০২৩
ফাইল ছবি

ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর খবর আসছে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। কোনো কোনো বেসরকারি হাসপাতাল ডেঙ্গুরোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠছে। এ অবস্থায় ডেঙ্গু চিকিৎসায় রোগীদের মাত্রাতিরিক্ত খরচ বিষয়ে দেশের বেসরকারি হাসপাতালগুলোকে সতর্ক করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেছেন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডেঙ্গুরোগীদের চিকিৎসায় অতিরিক্ত অর্থ আদায় করছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকেও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি

রোববার (১৬ জুলাই) দুপুরে দেশের চলমান ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় অতিরিক্ত খরচ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টদের বলছি, এ বিষয়ে দ্রুত খোঁজ নিতে হবে। বেসরকারি যেসব হাসপাতালে ডেঙ্গুরোগী আছে, সেগুলোতে টিম পাঠাতে হবে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় ঢাকায় সব হাসপাতালের প্রিপারেশন দেখতে হবে। রোগীদের যেন বেশি ব্যয় না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিতে দেরি করলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আজই একটি নোটিশ জারি করতে হবে।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে ৫ বার্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা চাই সরকারি হাসপাতালেই যেন ডেঙ্গুরোগীরা ভর্তি হন এবং চিকিৎসাসেবা নেয়। কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় বেসরকারি হাসপাতালে যেতে চায়, যেতে পারেন। তবে সরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীদের ভালো চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা (বিএমএ) মুগদা হাসপাতালে অনুষ্ঠান করেছেন। অর্থাৎ, একটি হাসপাতালে অনুষ্ঠান করার মতো অবস্থা এখনো আছে। তাহলে বোঝা যাচ্ছে, পরিস্থিতি খুব খারাপ হলে তারা সেখানে যেতেন না। পাবলিক হেলথ ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করার মত অবস্থা এখনো হয়নি।

আরও পড়ুন: সজাগ না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে চিকিৎসা ব্যয়ের নামে রোগীর ‘গলাকাটা’ হচ্ছে- এমন প্রশ্নের জবাবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় নির্ধারণে মনিটরিং টিম করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

স্বাস্থ্যের ডিজি বলেন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ফি নেবে বেসরকারি হাসপাতালগুলো। তবে বেড ভাড়া এবং অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে চার্জ নির্ধারণ করা হয়নি। আমরা গতকাল (শনিবার) মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, শিগগির কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে।

এএএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।