দেশে আরও ১২৫ জনের করোনা শনাক্ত
দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মাঝে ১০৯ জনই ঢাকার বাসিন্দা। তবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনই রয়েছে।
মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৭৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৭৭৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭৬৫০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এএএম/জেডএইচ/এএসএম